আইনমন্ত্রীঃ বাংলাদেশে গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের কর্মপরিবেশ আগের চেয়ে এখন ভালো। জীবন মান বেড়েছ। শ্রম পরিস্থিতি নিয়ে যারা সমালোচনা করে তারা না বুঝে করে। শ্রম পরিস্থিতি ও আইন নিয়ে শ্রম মন্ত্রনালয়ের সাথে বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীকে জানানো হবে। বাংলাদেশের বাস্তবতায় শ্রম আইন করা হবে। কোন কারখানায় ১০ভাগ শ্নমিকের সম্মতি নিয়ে ট্রেড ইউনিয়ন করার ধারা যুক্ত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে দাবি বাংলাদেশের বাস্তবতায় তা করা হবে। মালিক ও শ্রমিকদের বিষয়টি বিবেচনা করে এটা করা হবে। সংশোধিত শ্রম আইনে যে কারখানয় ৩ হাজরের বেশি শ্রমিক আছে সেখানে ১৫ ভাগ শ্রমিকের সম্মতি ও ৩ হাজারের কম হলে ২০ ভাগ শ্রমিকের সম্মতির ধারা যুক্ত করা হয়েছে।