দেশের আর্থসামাজিক অগ্রগতির জন্য সরকারের নেওয়া পদক্ষেপগুলোকে এগিয়ে নিতে সৌদি আরব ও ফ্রান্সের কাছে আরও বিনিয়োগ ও সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদুহাইলান ও বাংলাদেশে ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুই পৃথকভাবে মঙ্গলবার গণভবনে দেখা করতে এলে প্রধানমন্ত্রী তাদের কাছে এই সহায়তা চান।বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম। তিনি প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন,সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদুহাইলান বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সহযোগিতার অঙ্গীকার করেন। সরকারপ্রধান হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর কাছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি অভিনন্দন বার্তা হস্তান্তর করেন রাষ্ট্রদূত। এদিকে, ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুই দেখা করতে এলে বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ফ্রান্সসহ উন্নয়ন অংশীদারদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুই ৭ জানুয়ারির নির্বাচনে বিজয়ী হওয়ায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর একটি অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬