কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর মাধ্যমে ভাষার বাধাগুলি ভেঙ্গে ফেলা একটি দুর্দান্ত ধারণা। যদিও এটি ১০০% নির্ভুল কাজ এখনো করছে না তবুও এই বিশেষ ফিচার এর অপরিসীম সম্ভাবনা আছে, কারণ Samsung S24 এর সাহায্যে আপনি ফোনে এমন একজনের কাছে নিজেকে আরও ভালোভাবে বোঝাতে পারবেন যিনি আপনার ভাষায় একেবারেই কথা বলতে পারেন না।
ঘণ্টার পর ঘণ্টা কোর্স না করে অন্য ভাষায় কথা বলতে পারা: এটা অনেকেরই স্বপ্ন। প্রযুক্তিবিদরা বছরের পর বছর ধরে সেই সমস্যাটি সমাধান করার চেষ্টা করছেন, তবে স্যামসাং নতুন গ্যালাক্সি এস 24 সিরিজের সাথে এক ধাপ এগিয়েছে। একটিও স্প্যানিস শব্দ না জেনেও মাদ্রিদের রেষ্টুরেন্টে নিজের ভাষা ব্যাবহার করে কি বুকিং দেয়া সম্ভব বলে মনে হয় ? গত সপ্তাহে বেলজিয়ামে স্যামসাং প্রতিনিধির সাথে বেলজিয়ান প্রেসের জন্য একটি ব্রিফিংয়ের সময় প্রথমবারের মতো এই অকল্পনীয় পরীক্ষা সফল হয়েছে ।
আপনি যদি তিনটি নতুন Samsung S24 স্মার্টফোনের যে কোনো একটি সেটের মাধ্যমে একটি কল করেন, তাহলে কথোপকথন টি লাইভ অনুবাদ করার বিকল্পটি স্মার্টফোনের স্ক্রীনে উপস্থিত হবে। আপনি যে ভাষাটি বলবেন এবং লাইনের অপর প্রান্তের ব্যক্তিটি ব্যবহার করবে সেটি বেছে নিন। আপনি নিজের ভাষায় কথা বলবেন একই সময়ে অপর প্রান্তের ব্যাক্তি সিলেক্টেড অনুবাদিত ভাষায় শুনতে পাবেন ।