আবারও দেশের বাজারে দাম বারলো-সোনার।। এক হাজার চারশত টাকা বাড়িয়ে আজ নতুন দাম ঘোষনা করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। দেশের বাজারে সোনার দাম আবার বেড়েছে। নতুন দাম অনুযায়ী, ভালো মানের এক ভরি সোনা কিনতে ক্রেতাকে গুনতে হবে এক লাখ বার হাজার চারশত একচল্লিশ টাকা(১,১২,০৪১ টাকা)। তবে ভ্যাট ও মজুরিসহ এ দাম আরও বেশি হবে। দেশের বাজারে সোনার দাম আগে কখনো এতোটা বাড়েনি।২২ ক্যা: ক্যাডমিয়াম প্রতি গ্রাম স্বর্ণের নতুন দাম:৯৬৪০.** ২১ ক্যা: ক্যাডমিয়াম প্রতি গ্রাম স্বর্ণের নতুন দাম:৯২০০.**১৮ ক্যা: ক্যাডমিয়াম প্রতি গ্রাম স্বর্ণের নতুন দাম:৭৮৯০.** নতুন দাম কার্যকর হবে ১৮.০১.২০২৪ তারিখ থেকে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ছবি-গুগুল