যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক ফলপ্রসূ ভাবে এগিয়ে নিতে পিটার হাস এর সঙ্গে আলোচনা হয়েছে।। পররাষ্ট্র মন্ত্রী**পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ -এ হাস্যোজ্জ্বল নার্কিন রাষ্ট্রদূত পিটার হাস৷ বৈঠক শেষে বললেন সব বিষয়ে সামনে এগিয়ে যেতে চায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র। বুধবার দুপুর ১২ টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন পিটার হাস। প্রায় ৪০ মিনিট পর নিজ দপ্তরে আসেন পররাষ্ট্রমন্ত্রী ড হাছান মাহমুদ। এরপর সৌজন্য সাক্ষাৎ। কথা হয় বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবার বিষয়ে। এসময় পিটার হাস যথেষ্ট হাসোজ্জল ও প্রানবন্ত ছিলেন । সৌজন্য সাক্ষাৎ এর পর বেরিয়ে এসে সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফ করেন পিটার হাস। কিন্তু কোনো প্রশ্ন করার সুযোগ দেন নাই।
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬