আ ক ম মোজাম্মেল হক: প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। যারা এই ভুল ব্যখ্যা দিয়েছে তারা নিজেরাই তাদের আসল চরিত্র প্রকাশ করেছে। যতক্ষণ পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা নিয়মতান্ত্রিকভাবে করেছে ততক্ষণ পর্যন্ত কেউ কোন বাধা দেয়নি। কিন্তু যখন এই রাজাকার স্লোগান স্বাধীন বাংলার মাটিতে দেয়া হলো, ভাংচুর করলো, যানমালের ক্ষয়ক্ষতি করলো তখনি তাদের বিশৃঙ্খলা রুখতে ব্যবস্থা নেয়া হয়েছে।

আন্দোলনকারীরাই প্রথমে হামলা করেছে। ছাত্রলীগ কেবল প্রতিরোধ করেছে। মির্জা ফখরুলের বক্তব্য তা আরও স্পষ্ট করেছে। যারাই নিহত হয়েছে তাদের কারও মৃত্যুই কাম্য নয়। সরকারের সিদ্ধান্ত যাতে কোন রক্তপাত কিংবা কঠোর অবস্থানে না যাওয়া হয়। কিন্তু স্বাধীনতা বিরোধীদের কাছে এখন আন্দোরনের নাটাই ছেড়ে দেয়ায় এতো রক্তক্ষরণ। সারাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবো যাতে কেউ ঘোলা পানিতে কেউ শিকার করতে না পারে।