বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন-বিএডিসির সাবেক ২ চেয়ারম্যান, ৩ মহাব্যবস্থাপক এবং বর্তমান ৫ কর্মকর্তাসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন-দুদক। সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনের আত্মসাত করা সারের ব্যপারে তাদের কাছে জানতে চাওয়া হবে।

দুদকের তলবি নোটিশ পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন,সাবেক দুই চেয়ারম্যান অমিতাব সরকার ও এ এফ এম হায়াতুল্লাহ। সাবে তিন মহাব্যবস্থাপক হলেন, আবদুল হালিম, ইব্রাহীম হোসেন, আমিরুল ইসলাম। এরা সার সবাই আত্মসাতের সময় বিএডিসিতে কর্মরত ছিলেন। তাদের আগামী মাসের তিন তারিক সকালে রাজধানীর সেগুন বাগীচ, দুদকের প্রধান কার্যালে হাজির হতে বলা হয়েছে। এদিকে ২রা জুন যে পাচ জনকে দুদকে হাজির হতে বলা হয়েছে তারা হলেন, খুলনা বিএডিসির দুজন সহকারি পরিচালক হলেন শরিফ শফিউল আলম গাজী ও নুরুজ্জামান। খুলনা বিএডিসির যুগ্ম পরিচালক রোকনুজ্জামান, চট্রগ্রাম বিএডিসির সহকারি পরিচালক আবুল কাশেম এবং ঢাকা বিএডিসির সহকারী ব্যবস্থাপক দিলিপ কুমার। ৭২ হাজার টন সরকারি সার আত্মসাতের অভিযোগে দুদক করা মামলায় নরসিংদী-২ আসনের সাবেক এমপি ও পোটন ট্রেডার্সের মালিক কামরুল আশরাফ খান পোটনসহ কারাগারে আছন ৫ জন।