হুট করে উড়ে এসে বিদেশি কেউ উপদেশ দিলে তাতে, দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যের অনুকরণ না করে দেশের মানুষের কথা চিন্তা করে অর্থনীতিবিদদের নীতিমালা প্রণয়নের আহ্বান জানালেন তিনি।।
সকালে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২ তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, বৈশ্বিক জ্ঞান প্রয়োজন, তবে বাংলাদেশের অর্থনৈতিক নীতিমালা হবে সাধারণ মানুষের জন্য।
তিনি বলেন বাংলাদেশের অর্থনীতির ভিত গড়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু। জাতির পিতাকে হেয় প্রতিপন্ন করতেই চুয়াত্তরের দুর্ভিক্ষের ষড়যন্ত্র হয়েছিলো বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে ঋণ খেলাপির সংস্কৃতি তৈরি করেছিলো মিলিটারি ডিক্টেটররা। দুর্নীতিই ছিল স্বৈরশাসকদের নীতি। পাশাপাশি দেশকে এগিয়ে নিতে বর্তমান সরকারের নানা উদ্যোগ তুলে ধরে সরকার প্রধান জানান, আগামীতে দেশেরদ অতী দরিদ্র বলে কিছু থাকবে না। সেই লক্ষ্যেই কাজ করছেন তিনি।