সাদ্দাম হোসেন, সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ: আজ আর ভাষা, সীমান্তের বিভেদ নেই। আজ বিশ্ব শান্তির জন্যই তারুণ্য জেগে উটেছে। যেসব দেশের রাষ্ট্র নেতারা অস্ত্র দিয়ে ফিলিস্তিনে মানবতাবিরোধী হত্যার মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর করেছে, সেসব দেশের শিক্ষার্থীরাই আজ মানবতার পক্ষে দাঁড়িয়েছে।

আন্দোলনের মাধ্যমে তীব্র ক্ষোভ ঝাড়ছে। গণতন্ত্রের, বাকস্বাধীনতার প্রেসকিপশন যারা বিশ্বজুড়ে দেন, তারাই আজ ফিলিস্তিনে হত্যার পক্ষ নিয়ে আন্দোলনকারীদের গ্রেপ্তার করছে, জুলুম করছে। ইসরাইলী প্রশাসনের সাথে সাথে তাদের অস্ত্র দিয়ে কিংবা পক্ষাবলম্বন করে যারা গাজায় নিষ্পেষন ত্বরান্বিত করেছ, করছে তাদেরকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনা দরকার।

অবিলম্বে গাজায় সিজ ফায়ার চাই। মানচিত্রে যতটুকু আছে, সে অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন ভূখন্ড দেয়া হোক। ফিলিস্তিন আর কত মানুষ মারা গেলে বিম্ব মোড়ল রাষ্ট্রগুলো এই হত্যাকাণ্ডকে গণহত্যা বলা হবে, সে প্রশ্ন রাখছি।