২৪ থেকে ২৯ এপ্রিল থাইল্যান্ড সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন এর আমন্ত্রণে এই দ্বিপাক্ষিক সফর বলে বৃহস্পতিবার দুই দেশের এক যৌথ সংবাদ বিবৃতিতে জানানো হয়েছে। এই সফরে ২৬ এপ্রিল দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠক করবেন। এছাড়া দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠক ও বেশ কিছু সমঝোতা স্মারক সই হবে। অই দিনই থাইল্যান্ডের রাজা ও রাণির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এর আগের দিন থাইল্যান্ডে ইউএনস্ক্যাপের কমিশনের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র মন্ত্রী ড. হাসান মাহমুদ, বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আ্হসানুল ইসলাম টিটু, প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।