ভারতীয় পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত হয়েছে। ভারতের জাতীয় নির্বাচনের আগে তাঁর ঢাকা সফর ব্যক্তিগত ব্যস্ততার কারণে পিছিয়ে দেয়া হয়েছে। পরবর্তীতে নতুন তারিখ নির্ধারণ হবে। বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এর একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছিল, ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা শনিবার ঢাকা সফরে আসছেন। এই দিন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন তিনি। মূলত বছরের মধ্যভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর এবং তার আগে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে সফরের বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য ঢাকা সফর করার কথা ছিল ভারতীয় সচিবের।