** আইফোন-১৫: প্রতিবারের মত এ বছর আলোচনায় ছিল আইফোন-১৫। প্রযুক্তি জায়ান্ট অ্যাপল বাজারে নিয়ে আশে ১৫ সিরিজ। আইফোন ১৫ সিরিজে ইউএসবি-সি টাইপের চার্জার ব্যবহার করা হয়েছে, যা নিয়ে আগে থেকেই বেশ আলোচনা ছিল।
** গ্যালাক্সি এস২৩ আল্ট্রা: বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ (৪এনএম) গ্যালাক্সি এস২৩ আল্ট্রাকে দিচ্ছে অসাধারণ দ্রুতগতির সক্ষমতা। এ যাবৎকালের সবচেয়ে উন্নত ২.৭ গুণ বেশি বড় ভেপার কুলিং চেম্বার। তাছাড়া এর ক্যামেরা নিয়ে বেশ আলোচনা ছিল । সহজে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার কনটেন্ট নির্মাণের পাশাপাশি শুটিংয়ের কাজ করা যাবে। একবার চার্জ দিলে টানা ৪৩ মিনিট উড়তে সক্ষম ড্রোনটি। এ ছাড়া আটটি ভিশন সেন্সর যুক্ত থাকায় দুর্ঘটনার শঙ্কা কম।
** অ্যাপল ওয়াচ আলট্রা ২- পারফরম্যান্স ও গ্রাফিক্সের জন্য এই স্মার্টওয়াচে দেওয়া হয়েছে কাস্টম এস৯ চিপ। এর ডিসপ্লে ৩০০০ নিটস ব্রাইটনেস দিতে পারে। এক চার্জে স্মার্টওয়াচটি ৩৬ ঘণ্টা পর্যন্ত চলে। গুগল পিক্সেল ৭ ফোনে রয়েছে ৬.৩ ইঞ্চি এফএইচডি প্লাস ডিসপ্লে।দিনের আলোর পাশাপাশি এই ক্যামেরায় কম আলোতে ভালো ছবি তোলা যায়।
**বিটস স্টুডিও বাডস- ৩৬ ঘণ্টা পর্যন্ত চার্জ সুবিধার বিটস স্টুডিও বাডস ওয়্যারলেস ইয়ারফোন, ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, আপনি গান শুনতে পারবেন,সাথে কলও রিসিভ করতে পারবেন।
** অডেজ ম্যাক্সওয়েল হেডসেট-এ বছরের সেরা ওয়্যারলেস গেমিং হেডসেট, এর সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত, ডিজাইন বেশির ভাগ গেমিং হেডসেটের মতোই। ব্যাটারি লাইফ প্রায় ৮০ ঘণ্টা।
** নকিয়া১১০০লাইট ফোন: হ্যান্ডসেটটিতে ৭৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ফোনটি নিজের অত্যাধুনিক বৈশিষ্ট্যের কারণে রীতিমতো আকর্ষণীয় হয়ে উঠেছে মোবাইল প্রেমীদের কাছে। ফোনটিতে রয়েছে টু কে রেজুলেশনের ৬.৫ ইঞ্চির সুপার অ্যামোলিড ডিসপ্লে, প্রসেসর স্নাপড্রাগন ৬৫০ এর শক্তিশালী চিপসেট, ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ।
** চ্যাটজিপিটি- চ্যাটজিপিটির পুরো নাম চ্যাট জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফর্মার। গত বছরের নভেম্বরে তৈরি হওয়ার পর ২০২৩ সালজুড়েই এটি আলোচনায় ছিল। বিশেষ করে ল্যাঙ্গুয়েজ মডেল ‘জিপিটি-৪’ ছিল সবার আগ্রহের কেন্দ্রে। মানুষের মতো কাজ করতে পারে এই ল্যাঙ্গুয়েজ মডেল, দাবি সংস্থার। প্রফেশনাল কাজের পাশাপাশি অ্যাকাডেমিক ক্ষেত্রেও সমান দক্ষ এই মডেল। যে কারণে বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে চ্যাটজিপিটি-৪ এর ব্যবহারকারীর সংখ্যা।