না ফেরার দেশে চলে গেলেন নীলফামারী জেলা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মশিউর রহমান ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এবং নীলফামারী প্রেস ক্লাব এর উপদেষ্টা গোলাম সারোয়ার মানিক ( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-ইলাইহি রাজিউন) । ৩০ মার্চ শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত গোলাম সারোয়ার মানিক এর পারিবারিক সুত্রে জানা যায় গতকাল শুক্রবার তার গ্রামের বাড়ি সদর উপজেলার সোনারায় ইউনিয়নের দারোয়ানীতে পারিবারিক একটি অনুষ্ঠানে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে দ্রুত নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এবং সেখানে ( রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে) ভোর ৪ টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এবং আজ শনিবার বিকেল ৩ ঘটিকার সময় শহরের ডাকবাংলো মাঠে নামাজে জানাযা শেষে দাফন কার্য সুসম্পন্ন করা হবে বলে পারিবারিক একটি সুত্রে জানা যায়। অধ্যক্ষ গোলাম সারোয়ার মানিক এর মৃত্যুতে বাংলাদেশ প্রেস ক্লাব নীলফামারীর পক্ষ থেকে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং তার আত্মার মারফেরাত কামনা করা হয়। অধ্যক্ষ গোলাম সারোয়ার মানিক মৃত্যু কালে স্ত্রী, সন্তান, নাতি নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।