২৮শে মার্চ বৃহস্পতিবার, সকাল ১১:৩০ টা থেকে সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত হতে থাকেন, ইন্টারভিউ বঞ্চিত ২০১৬ আপার প্রাইমারী চাকরি প্রার্থীবৃন্দরা, । তাদের একটাই দাবী, গেজেট মেনে আপডেট সিটে ইন্টারভিউ নিয়ে নিয়োগ অতি অবিলম্বে চাই। প্রায় ৩৬৫ দিনের উপর হয়ে গেল মাতঙ্গিনী হাজরার পাদদেশে আজো তারা একইভাবে জল ঝড় বৃষ্টিতে বসে, মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আসায়। তাদের আশা মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই তাদের দিকে নজর দেবেন, আজও তারা অপেক্ষায়।রমজান মাস চলার সত্ত্বেও তারা আজ পথে নামতে বাধ্য হলেন এবং মহা মিছিল করতে, প্রায় তিন থেকে সাড়ে তিনশো চাকুরী প্রার্থী ,এই মহামিছিলে পা মেলান, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি মিছিলের প্রথম ভাগে রাখেন। দুপুর একটা নাগাদ মিছিল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে, জাতীয় সংগীত এর মধ্য দিয়ে পায়ে পায়ে এগিয়ে যান এস এন ব্যানার্জি রোড ধরে পুনরায় মাতঙ্গিনী হাজরা র মূর্তির পাদদেশে।,মিছিলে তাদের স্লোগান ছিল একটাই, আপডেট মেনে আমাদের নিয়োগ চাই, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই। আমাদের ১০ বছরের জ্বালা-যন্ত্রণা থেকে রেহাই দিন, আমাদের দশটি বছর নষ্ট হলো কার স্বার্থে তার জবাব চাই, আর কতদিনএইভাবে রচনা বঞ্চনা সহ্য করতে হবে, মহামান্য উচ্চ আদালতের মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার পেয়ে অপূরণীয় ক্ষতির হাত থেকে বাঁচতে চাই। এবং যাতে কোনরকম গন্ডগোলের সৃষ্টি না হয় ,কেউ যেন অপ্রীতিকর কিছু না ঘটায়, তারা বারবার সকল চাকরী প্রার্থীদের অনুরোধ করলেন, আগে থেকেই প্রশাসনের লোকজন সুবোধ মল্লিক স্কোয়ারে ব্যারিকেড দিয়ে ঘেরে দিয়েছিলেন এবং অফিসাররা উপস্থিত ছিলেন।, তাহারা এই সকল চাকরী প্রার্থীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছেন। কবে এর সমাধান হবে , অবিলম্বে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তারা সহানুভূতি চান। এবং যারা টাকার বিনিময় চাকরী বিক্রি করেছে, তাদের উপযুক্ত শাস্তি চাই।
Related Posts
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬