পবিত্র মাহে রমজান ও স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা কলেজ গেইটে পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করেছেন ঢাকা কলেজস্থ ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ পরিষদ (অপরাজেয় ৭১)।উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা পরিষদের সন্মানিত সদস্য মোঃ মাসউদ হাসান, ফজলে আলম, রাজু আহমেদ, আল আমিন, মাহমুদ হাসান, রহিমুল্লাহ, শাজের আলী শাহেদ, সুজন রেজ, ফরহাদ বিন নূর। কর্মসূচী টি সঞ্চালনায় ছিলেন অত্র সংগঠনের সাধারণ মানুষ মোঃ সাব্বির হাসান। আরো ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ, সাংগঠনিক সম্পাদক জীবন ও মাসুদ সহ উক্ত সংগঠনের সকল সদস্যবৃন্দ।ইফতার বিতরণ শেষে অত্র সংগঠনের সাধারণ সম্পাদক বলেন ‘পবিত্র রমজান সংযমের মাস। এই মাস আমাদেরকে সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সঙ্গে ইফতার ভাগ করে নেওয়াটা অত্যন্ত আনন্দের। আমরা সব সময়ই সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬