রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের আয়োজনে ইফতার ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ শনিবার বিকাল পাঁচ টা থেকে জেলার বিভিন্ন সংবাদমাধ্যম কর্মরত মিডিয়াকর্মীদের আগমনে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে স্থাপিত আধুনিক সুবিধাসম্বলিত তালুকদার ডিজিটাল সেন্টার কনফারেন্স হলে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি, মোঃ ফিরোজ ঢালীর সভাপতিত্বে এবং রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, কাজী নজরুল ইসলামের সঞ্চালনায়:রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের সুযোগ্য সভপতি, এডভোকেট গৌরাঙ্গ বসুর সার্বিক সহযোগিতায়, অনুষ্ঠানে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত আমন্ত্রিত সকল সংবাদ কর্মীদের সরব অংশগ্রহণে অনুষ্ঠানের পরিপূর্ণতায় টেকের হাট তালুকদার ডিজিটাল সেন্টার সাংবাদিকদের পদচারণায় মুখরিত হয়ে এক আড়ম্বর জাকজমক অনুষ্ঠানের মিলন মেলায় পরিনত হয়ে, ইফতারের পূর্বে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাংবাদিকদের করনীয় শীর্ষক দিকনির্দেশনা দেন সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ, আলোচনা ও দিক নির্দেশনা শেষে মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতীর কল্যাণ কামনা সহ বিশ্বের সকল আদম সন্তানদের কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি ও ফিলিস্তিনে নিপিড়ীত মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়। মোনাজাত শেষে হরেক রকমের স্বাস্থ্য সম্মত ইফতার পরিবেশন শেষে পবিত্র মাগরিবের নামাজ শেষের পর অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।
Related Posts
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬