কারসাজি করে দেশব্যাপী ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের অন্যতম মূলহোতা ও বাংলাদেশ রেলওয়ের সাথে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান সহজ.কম এ কর্মরত মিজান ঢালী ও অন্যান্য পর্যায়ের ০২ জন সহ টিকেট কালোবাজারি চক্রের ০৮ জনকে রাজধানীর কমলাপুর ও সবুজবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩; অবৈধভাবে সংগ্রহ ও মজুদকৃত ট্রেনের টিকেট উদ্ধার।*
ঈদে সাড়ে তিন হাজার টিকেট কালোবাজারির পরিকল্পনা করেছিলো সহজ ডট কমের মিজান ঢালী চক্র। -র্যাব-
প্রতিদিন ৫০০ টিকেট কালোবাজারি করতো সহজ ডট কমের ঢালি চক্র; কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে-র্যাব-