কাপাসিয়া থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে স্হানীয় ব্যাংক ম্যানেজার, বনিক সমিতির নেতৃবৃন্দ,জুয়েলারি সমিতি সাথে এত মতবিনিময় সভা হয়। গত ২০ মার্চ বুধবার দুপুরে কাপাসিয়া থানার সভা কক্ষে এ মতবিনিময় সভা হয়েছে। সভায় কাপাসিয়া বাজারের যানযট, ফকিরের উৎপাত, বাজারের সিসি ক্যামেরা বৃদ্ধি, ব্যাংকের কর্মকর্তাদের সর্তকতাবস্হায় লেনদেন বিষয়ে আলোচনা হয়। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো আবুবকর মিয়া সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কাপাসিয়া থানার সেকেন্ড অফিসার এস আই সামসুল হক সুমন, কাপাসিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রধান, আমরাই বাজার সমিতির সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সরাফত মোল্লা, সাংবাদিক নূরুল আমীন সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী চিত্ত রঞ্জন সাহা, চন্দন রক্ষিত, সাইফুল ইসলাম শাহীন, ম্যানেজার আসাদুজ্জামান, রিজওয়ান চৌধুরী, প্রমুখ। আবু বকর মিয়া বলেন, গাজীপুর -৪ কাপাসিয়া আসন থেকে নির্বাচিত মাননীয় প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি একজন সফল জনপ্রিয় রাজনীতিক। তিনি সব সময় কাপাসিয়া মানুষের কল্যাণে কাজ করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে পুলিশকে নির্দেশনা প্রদান করেন। আগামী২১ মার্চ কাপাসিয়া থানা পুলিশ ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিতে যানজট নিরসনের বিশেষ ভূমিকা পালন করবে বলে অফিসার ইনচার্জ আশাবাদ ব্যক্ত করেন।
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬