মুজিব বর্ষ উপলক্ষে কাপাসিয়া উপজেলা টোক নগর গ্রামের একটি অসহায় পরিবারকে নতুন ঘর প্রদান করেন কাপাসিয়া উপজেলা পরিষদ। ৩ লাখ টাকা ব্যয়ে এ ঘর নির্মাণ করা হয়। গত ২০ মার্চ বুধবার দুপুরে স্হানীয় টোক নগর গ্রামের মৃত মজিবুর রহমান মজিদের ৫ সন্তানদের মাঝে এ ঘর হস্তান্তর করেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এড. মো আমানত হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন টোক মানবতা ঘরের প্রধান সমন্বয়কারী শিক্ষক মোমতাজ উদ্দিন, টোক ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আ: কাদের,সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান,প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল সরকার, নুরুজ্জামান হুমায়ুন, লুৎফর রহমান সোহেল, সোহেল রানা প্রমুখ। মৃত মজিবুর রহমান মজিদের ছেলে মোজাম্মেল ও নুরুজ্জামান বলেন,আমরা নতুন পাইয়া অনেক খুশি। উল্লেখ গত বছর ৬ মাস ব্যবধানে স্বামী ও স্ত্রী মারা যাওয়ায় এ পরিবাটি দিশেহারা হয়ে পড়ে। টোক মানবতার ঘরসহ বিভিন্ন সংগঠনের সহযোগিতা এ পরিবারকে ইতিপূর্বে বিনামূল্যে অটোরিকশা ও জমি রেখে দেয়া হয়।
Related Posts
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬