ঝালকাঠির কাঠালিয়া উপজেলার উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের বানাই গ্রামের ৮ নং ওয়ার্ডে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।১৯ মার্চ মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলী তালুকদারের বাড়িতে এ ঘটনাটি ঘটে। এসময় বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলী তালুকদারকে রশি দিয়ে বেঁধে রাখে এবং পরিবারের সদস্যদের মারধর করে। পরে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়।জানা যায়, ১৯ মার্চ মঙ্গলবার দিবাগত রাত অনুমান ১ ঘটিকার সময় অজ্ঞাতনামা ৮/১০ জন ডাকাত যাদের মধ্যে ০১ জন শর্ট প্যান্ট, টিশার্ট, মুখোশ পরা বাকি সবাই জাংগিয়া ও মুখোশ পরা ছিল। তাদের সবার বয়স আনুমানিক ২৫-৩০ বছর হবে। সবাই স্থানীয় ভাষায় কথা বলে। ডাকাতদের ০১ জনের হাতে কাটা রাইফেল অন্যদের হাতে বগি দা, ছোরা/চাকু, শাবল, রেঞ্জ, স্ক্রু ড্রাইভার ছিল। ভিকটিম মোঃ ইউসুফ আলী তালুকদারের বিল্ডিং এর মই দিয়ে দ্বিতীয় তলার ব্যালকনিতে উঠে দ্বিতীয় তলার দরজা ভেঙে ঘরে প্রবেশ করে, ইউসুফ আলী তালুকদারকে রশি দিয়ে হাত বেঁধে রাখে, ঘরের সবাইকে রেঞ্জের বাট দিয়ে মারধর করে, ঘরে থাকা ২০ ভরি স্বর্ণালংকার সহ নগদ ৯০,০০০/- টাকা নিয়া যায়৷খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিঃ সহকারি পুলিশ সুপার, রাজাপুর সার্কেল মাসুদ রানা।