রমজান মাসে বিএসটিআই’র প্রতিদিন তিনটি করে টিম অভিযান চালাবে, অভিযান হবে সমন্বিত – শিল্প সচিব ‘ ইফতারে খেজুর ও বড়ই নিয়ে আমার বক্তব্য ভুল ব্যাখ্যা করা হয়েছে। কার কোথায় জ্বলে আমি তো জানি না। কার পাছায় কে লাথি মারবে আমি জানি না’ – শিল্পমন্ত্রী যেন কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে বিষয়ে সরকার সজাগ। সরবরাহ ব্যবস্থাপনা স্বাভাবিক রাখা হবে। ভেজাল দূর করতে সরকার জিরো টলারেন্সে আছে। রমজান মাসে অনেক ব্যবসায়ী লাগামছাড়া হয়ে ওঠে, সরকার কোন ছাড় দিতে চায় না- শিল্পমন্ত্রী ব্যবসায়ীরা যেন অভিযানের মাধ্যমে হেনস্তার শিকার না হয়, সেজন্য সমন্বিত উদ্যোগে অভিযান চালানো হবে- শিল্পমন্ত্রী সব পণ্যের মান নিশ্চিত করে বাজারজাত করতে আরও ৩/৪ বছর লাগবে- বিএসটিআই চেয়ারম্যান