অসহায় শারীরিক প্রতিবন্ধী কোহিনুরের একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার লক্ষ্যে তারি ধারাবাহিকতায় আজকে ১০নং লাহেরিপাড়া ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব মোঃ আপেল মাহমুদ ভাইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন ও নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার প্রতিনিধির দল।সেই সময় ৩ সদস্য প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সম্মানিত সভাপতি, চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, নিরাপদ সড়ক (নিসচা) জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম সোহাগ, কার্যনির্বাহী সদস্য আমিন প্রমুখ।চেয়ারম্যান মহোদয় জনাব মোঃ আপেল মাহমুদ যথেষ্ট আন্তরিক এবং আগে থেকেই তিনি অবগত ছিলেন কোহিনুরের বিষয়ে। তিনি আরো বলেন অত্র ইউনিয়নের প্রত্যেকটি মানুষ তার পরিবারের একটি অংশ। তাদের আপদ বিপদে সবসময় পাশে ছিলেন এবং ভবিষ্যতে থাকতে চান। তিনি আন্তরিকতার সহিত প্রতিনিধি দলের সাথে কাজ করার জন্য এবং সার্বিক সহযোগিতা করার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন। সাংগঠনিক প্রক্রিয়া মোটামুটি শেষ পর্যায়ে। হয়তোবা খুব শীঘ্রই সংগঠন থেকে সেই অসহায় প্রতিবন্ধী মহিলাটার পাশে সংগঠনের পক্ষ থেকে দাঁড়ানো হবে।সংগঠনটির পক্ষ থেকে, সমাজে বিদ্যমান সকলের দৃষ্টি আকর্ষণ করছেনে তারা, যদি সবাই সম্মিলিত প্রচেষ্টায় হাতটি বাড়িয়ে দেন, তাহলে মহিলাটার জীবন যাত্রার বদলে দিবো ইনশাল্লাহ।
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬