★মুদ্রাস্ফিতি নিয়ন্ত্রনে ব্যবস্থা নেয়া হয়েছে। ★ রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রন ও পন্যের সরবরাহ নিশ্চিত করা হবে – * আগামী বাজেটে নির্বাচনি ওয়দা পূরনের দিকে গুরুত্ব দেয়া হবে ** নতুন প্রকল্প গ্রহনের আগে প্রকল্পের উপকারিতা বিবেচনা করতে হবে- প্রধানমন্ত্রী।
** আগামী ৯ মার্চ সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে: বাংলাদেশ ব্যাংক।
** সমন্বয়হীন ভাবে বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান চালাচ্ছে সিটি কর্পোরেশনসহ সরকারি সংস্থাগুলো: সংসদে মুজিবুল হক চুন্নু।
** আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল ২০২৪ জাতীয় সংসদে পাস।
** রমজানে ব্যাংকের লেনদেন চলবে সকাল সাড়ে নয়টা থেকে আড়াইটা পর্যন্ত।
** চট্টগ্রামে চিনির গুদামে লাগা আগুনের কারণে সাপ্লাই চেইন বা বাজারে চিনির দামে কোনো প্রভব পড়বে না। যদি কেউ এই সুযোগে দাম বৃদ্ধি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী।
** জ্বালানি তেলের দাম কমছে এসপ্তাহেই, বিশ্ব বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই দাম নির্ধারণ এর সিদ্ধান্ত নিয়েছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।
** আগামী ১০কর্ম দিবসের মধ্যে সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিন ও বিদ্যুৎ সহ সব সংস্থার সমন্বয়ে ঢাকার অগ্নিঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরে করা হবে: রাজউক চেয়ারম্যান।
** ভবন নির্মাণের অনুমতি নিতে হলে এখন থেকে স্থাপত্য নকশা এবং বিদ্যুৎ লাইনসহ যাবতীয় প্ল্যান রাজউকে জমা দিতে হবে। – মো. আশরাফুল ইসলাম, রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ।
** কওমী মাদ্রাসা দেশে আছে থাকবে, নিবন্ধনহীন নুরানী মাদ্রাসাগুলোর শিক্ষাক্রমে কওমি বোর্ডকে সঙ্গে নিয়ে নজর রাখবে শিক্ষামন্ত্রণালয়: শিক্ষামন্ত্রী।
** ২ হাজার কোটি টাকা পাচারের মামলায় ঢাকা টাইমস পত্রিকার সম্পাদক মোহাম্মাদ আরিফুর রহমান দোলনকে কারাগারে পাঠানোর আদেশ আদালতের।
** বেজমেন্টে রেস্টুরেন্ট, অপ্রশস্ত সিঁড়ি এবং পুরো ভবনে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় খিলগাঁওয়ের স্কাই ভিউ টাওয়ার সিলগালা করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
** অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ৬৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও প্রক্টর অফিসের এক কর্মচারীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
** অগ্নি নিরাপত্তার ক্ষেত্রে অত্যাধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় খিলগাঁও শহীদ বাকী রোড এলাকায় নাইটেঙ্গেল স্কাইভিউ ৭ তলা ভবনটি সিলগালা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত।
নগরায়নের ডাটাবেজ তৈরি করে ভবন এবং রেস্তোরার নিরাপত্তা রেটিং চালুর পরামর্শ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. আতিউর রহমানের।
বিএনপির নির্বাচন ঠেকাও আন্দোলন মানেই মানুষ পুড়িয়ে মারা- প্রধানমন্ত্রী।