মজুদদারি বন্ধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আরো কঠোর হতে জেলা প্রশাসকদের প্রতি নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে, পবিত্র রমজানকে সামনে রেখে খাদ্যে ভেজাল বন্ধে শক্ত পদক্ষেপ নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন তিনি।

সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত জেলা প্রশাসক সম্মেলন ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সরকার প্রধান এ নির্দেশ দেন। চার দিনের এই সম্মেলনের যোগ দিয়েছেন দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। এতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে ৭৫ পরবর্তী সময়ে সবচেয়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচন আখ্যায়িত করে জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ায় জেলা প্রশাসকদের ধন্যবাদ জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন সরকারের ধারাবাহিকতা থাকলে টেকসই উন্নয়ন সম্ভব তা এখন প্রমাণিত। জেলা প্রশাসকদের নানা দিকনির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে খাদ্য ও কৃষি পন্যের সরবরাহ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে হবে। কৃষি উৎপাদন বাড়াতে আরো উদ্যোগী হওয়ার পরামর্শ দেন তিনি। সারা দেশের নানা সামাজিক সমস্যার মধ্যে কিশোর গ্যাংকে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী, কিশোর গ্যাং বন্ধে জেলা প্রশাসকদের আরও উদ্যোগী হওয়ার নির্দেশ দেন। পাশাপাশি পবিত্র রমজানে কেউ যাতে কোন ধরণের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে তার জন্য কঠোর হতে নির্দেশ দেন সরকার প্রধান।