** ৩৮ জনের লাশ হস্তান্তর করা হয়েছে।

**যারা চিকিৎসা নিচ্ছেন তারা কেউ শংকামুক্ত নয়। কিছুক্ষণ আগে বার্ন ইন্সটিটিউটে সাংবাদিকদের ব্রিফিংয়ে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

**১২ জন চিকিৎসাধীন। শেখ হাসিনা বার্নে ১০ জন, দুজন ঢাকা মেডিকেলে৷ ৮ জনের লাশ হস্তান্তর বাকি আছে। যাদের শনাক্ত করা যায়নি তাদের ডিএনএ টেস্ট করা হবে।
চিকিৎসাধীনদের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী, বলেছেন:: স্বাস্থ্যমন্ত্রী।।

** একই পরিবারের পাঁচ সদস্য বেলী রোডের অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন, তারা ইটালি প্রবাসী তারা ঢাকার মুগদা তে বসবাস করতেন, গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার শাহবাজপুর গ্রাম,তাদের দাফন গ্রামের বাড়িতে হবে।।

** আহত-নিহতসহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দেবে সরকার-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী

শোকবার্তা——
রাজধানী ঢাকার বেইলি রোডের বানিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আগুনে পুড়ে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করেছেন ও তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত চিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছেন।
তাছাড়া, আগুন দ্রুত নিয়ন্ত্রণে নিয়োজিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতির শোকবার্তা

১ মার্চ ২০২৪, বঙ্গভবন

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি নিহতদের রুহের মাগফিরাত ও শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

রাষ্ট্রপতি শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি সমবেদনা জানান।