দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১৫ শতাংশ আয়কর দিতেই হবে। মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিনের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি জানান, ২০০৭ সালের ২৮ জুন জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের উদ্বৃত আয়ের উপর ১৫ শতাংশ হারে আয়কর পুনঃনির্ধারণ করা হলো। পরে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এনবিআরের এই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করে। উচ্চ আদালত ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর ধার্য করাকে অবৈধ ঘোষণা করেন। এর বিরুদ্ধে সরকারের আপিলের পর আপিল বিভাগ ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি এক আদেশের মাধ্যমে সরকারের আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপ না করার আদেশ দেন। পরে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যায় রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর করা এ সংক্রান্ত ৪৪টি মামলা নিষ্পত্তি করে, মালিকদের বিশ্ববিদ্যালয়ের সার্বিক খরচ মেটানোর পর, উদ্বৃত্ত লাভের টাকা থেকে এনবিআরকে ১৫ শতাংশ আয়কর দেয়ার বাধ্যতামূলক করে রায়ে দিলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, এজন্য শিক্ষার্থীদের উপর বাড়তি ফি আরোপ করা যাবে না।