শুক্রবার ২৩ ফেব্রুয়ারি যশোর শেখ হাসিনা টেকনোলজি পার্কে এ ডেটা সেন্টারের উদ্বোধন করেন,আইসিটি ও টেলিকম প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।শত কোটি টাকার এ ডেটা সেন্টারটি দেশের প্রথম প্রি-ফ্যাব্রিকেটেড মডিউলার ডেটা সেন্টার।১৬হাজার ৫০০বর্গফুটের এ ডাটা সেন্টারটিতে আছে পাওয়ার ব্যাকআপ,কুলিং ম্যাশিনারী,অগ্নিনিরোধক ব্যবস্থা-সহ অত্যাধুনিক প্রযুক্তি।নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করণে সব ধরনের ব্যবস্থা গ্রহণও করা হয়েছে এই সাইবারটিতে।এছাড়াও রয়েছে বায়োমেট্রিক অ্যাকসেস কন্ট্রোলালের মত মেলেটারি রেট সিকিউরিটি,যার মাধ্যমে নিশ্চিত হবে সাইবার হুমকি সহ অনান্য নিরাপত্তা ব্যবস্থা।এ সময় উপস্থিত ছিলেন,একজেন টেকের ব্যবস্থাপনা পরিচালক ও (সিইও) আদিন হোসেন নোবেল,রবির (এম.ডি) রাজীব শেট্টি,রবির চীপ কর্পোরেট ও রেগুলেটরিং অফিসার শাহেদ আলম-সহ ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিক সূধী বৃন্দ।
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬