#রাজধানীর দক্ষিণখানে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত।

#মিরপুর ৬০ ফিট বারেক মোল্লার মোড় এলাকার একটি বাসার পানির ট্যাঙ্কিতে পড়ে আড়াই বছরের শিশু আবির মারা গেছে।

#শুধু ঢাকায় চিকিৎসা সেবা উন্নত করলেই হবে না, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে হবে। তবেই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত হবে। এই লক্ষ্যেই কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী।

#ভারতের মতো বাংলাদেশেও আইনের শাসন আছে; বিচার বিভাগের ওপর প্রশাসনের কোনো হস্তক্ষেপ নেই: রাষ্ট্রপতি

#দেশ, জনগণ ও সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে বিচারকগণ আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করবেন: প্রত্যাশা রাষ্ট্রপতির

#বিএনপি আন্দোলনে আছে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, রাজনৈতিক কর্মসূচী সময়ের দাবিতে পরিবর্তন হয়, তারাও সেটিই করেছেন।

সকালে, রাজধানীর গোপীবাগে কারাগারে নিহত মহানগর দক্ষিণ ৩৯ নং ওয়ার্ড বিএনপি নেতা নিহত ইমতিয়াজ আহমেদ বুলবুলের পরিবারের সাথে দেখা করতে যান নজরুল ইসলাম খান। এসময়, তিনি অভিযোগ করেন, অসুস্থ থাকার পরেও বুলবুলকে চিকিৎসা না দিয়ে মেরে ফেলা হয়েছে। দেশের আইনেই এর বিচার একদিন হবে বলেছেন তিনি। আওয়ামী লীগ ২১ বছর ক্ষমতার বাইরে ছিলো উল্লেখ করে দলটির এই নেতা আরো জানান, অতীতে অনেক আন্দোলনে বিএনপি সফল হয়েছে এবারও হবে।

#ইউরোপের সাথে রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সম্পর্ক ভাল। তারা নির্বাচন নিয়ে কোন প্রশ্ন তোলে নাই। তারা জানত আমি নির্বাচিত হবো।
নির্বাচন নিয়ে বাংলাদেশে পাকিস্তানের মত সংকট হয়নি বলেই হয়তো অনেকে মন খারাপ।-প্রধামন্ত্রী