মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ৭ই জানুয়ারী ২০২৪ তারিখে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা প্রেরণ করেছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট H.E. Ursula von der Leyen (উরসুলা ফন ডার লায়েন)। অভিনন্দন বার্তায় বাংলাদেশের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের সম্পর্ককে ভবিষ্যতে আরো শক্তিশালী করতে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একযোগে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন তিনি। ২০২৩-এর অক্টোবরে ব্রাসেলসে Global Gateway Forum-এ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তাঁর বৈঠক উল্লেখপূর্বক তিনি বলেন যে বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়ন-এর মধ্যে আলোচনাধীন ‘অংশীদারীত্ব ও সহযোগিতা চুক্তি’ দু’পক্ষের সম্পর্ককে আরো প্রসারিত ও যুগোপযোগী করবে। ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের সাথে টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং অন্যান্য স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা করতে অঙ্গীকারবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।