মিয়ানমারে চলমান যুদ্ধের ফলে দেশটি থেকে পালিয়ে আসা সামরিক জান্তা, বিজিপি সদস্যদের দুই একদিনের মধ্যেই ফেরত পাঠানো হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ ব্যাপারে মিয়ানমার সরকার সমুদ্রপথে জাহাজযোগে ফেরত নেয়ায় সম্মতি দিয়েছে। দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে হাইওয়ে পুলিশ আয়োজিত সেবা সপ্তাহের উদ্ধোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এর আগে হাইওয়ে পুলিশের সেবা সপ্তাহের আলোচনা সভায় নিয়ে তিনি মহসড়কে সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালনে জন্য দায়িত্বরতদের ধন্যবাদ জানান। এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিআরটিএ, বিভিন্ন পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতারাসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিহত ছিলেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, মিয়ানমারের সেনারা যুদ্ধের জন্য বাংলাদেশের ভূখন্ডে প্রবেশ করে নাই। তারা জীবন রক্ষার জন্য দেশে এসেছে। দেশটিতে যুদ্ধ এখনো চলমান থাকলেও বাংলাদেশে নতুন করে আর কাউকে প্রবেশ করতে দেয়া হবে বলে জানান তিনি। মন্ত্রী জানান, মিয়ানমারে যারা গণহত্যা করেছে তাদের বিচার আন্তজার্তিক আদালতে চলছে। আমরা জানি না সেখানে কারা গণহত্যার সাথে জড়িত। এ ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই।

আসাদুজ্জামান খান কামাল
স্বরাষ্ট্রমন্ত্রী