পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব পার করেছে মুসল্লিরা। বাদ ফজর ভারতের মাওলানা সাইদ বিন সাদের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিন। আত্মশুদ্ধির লক্ষ্যে ধর্মীয় আলোচনায় নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ইজতেমায় আগত মুসল্লিরা।
কানায় কানায় পূর্ণ টঙ্গীর ইজতেমা ময়দান। ফজর থেকে এশা পর্যন্ত ঈমান, আমল, আখলাকের ওপর বয়ানের মধ্যেই সার্বক্ষণিক ইবাদত-বন্দেগিতে মসগুল লাখো মুসল্লি।
ইসলামের নানা বিধানের পাশাপাশি নামাজের উপর গুরুত্ব দিয়ে, বাদ ফজর দ্বিতীয় দিনের আনুষ্ঠানিক বয়ান করেন ভারতের মাওলানা সাঈদ বিন সাদ। যার বাংলা তরজমা করেন মুফতি ওসামা ইসলাম।
এরপর শুরু হয় খিত্তায় খিত্তায় তালিম। দেশের বাইরে থেকে আসা মুরব্বিদের ঈমান আমল আখলাকের উপর বয়ান চলে দিনভর।
ইজতেমায় আসা মুসল্লিরা বলছেন, আল্লাহ তালার সন্তষ্টি অর্জন-আত্ম উন্নয়ন আর অতীতের ভ্রান্তি থেকে কিভাবে সুরক্ষিত থাকবেন, সেটি জানতেই এখানে আসা।
শান্তির ধর্ম ইসলামকে ধারণ করে দুনিয়া ও আখেরাতের আমলের পাশাপাশি সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠা হোক, এমনটাই চাওয়া সবার।
দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও এবারের আয়োজনে যোগ দিয়েছেন অর্ধ শতাধিক দেশের ৬ হাজার মেহমান। ১৬০ একড়ের ইজতেমা ময়দানে পাশাপাশি পুরো এলাকার নিরাপত্তায় সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
রোববার সকাল ১০ টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারে ইজতেমা
দকোরআন হাদিসের আলোকে জীবন পরিচালনায় নিজেদের ঝালিয়ে নিতে তুরাগ তীরে লাখো মুসল্লীর এই জমায়েত। ইজতেমা থেকে ফিরে প্রথমে নিজে এবং পরিবার তারপর অন্য সবার কাছে ইসলামের দাওয়াত-আদর্শ পৌছে দিতে চান তারা।)