ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন: কোটা বিরোধীরা আদালতের প্রতি সম্মান না দেখিয়ে আন্দোলন চালিয়ে যাওয়া শোভনীয় নয়। বিচ্ছিন্ন আন্দোলন না দিয়ে একটা গঠনমূলক পরিবর্তন বেশি গ্রহনযোগ্য। সাধারন শিক্ষার্থীদের অনেকেই আদালতের রাযকে অভিনন্দন জানায়েছে। আমরা আশা করবো শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে। আন্দোলনকারিদের বলবো, আমরা ক্লাস করবো, পরীক্ষা দিবো, দিনের পর দিন যদি আমরা জনদুর্ভোগ করি,সেটা কোন সুফল বয়ে আনবে না। কৃত্রিম সংকট তৈরী করে আন্দোলন যৌক্তিক নয়।জনদুর্ভোগ না করে নিদির্ষ্ট স্থানে সমাবেশ করা যেতে পারে। যেখানে সরকার সহনশীল সেখানে কৃত্রিম সংকট করে আন্দোলন চালিয়ে যাওয়া ঠিক হবেনা
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬