বুধবার ২৯ মে ২০২৪, রাতে সিলেটের কানাইঘাটে সুরমা নদীর পানি হঠাৎ করে বৃদ্ধি পায়। তীর উপচে গৌরিপুর গ্রামে ঘরের ভিতর নদীর স্রোতের পানি ঢুকে গেছে।

মহিলা শিশু সহ সবাইকে বুধবার রাত দেড়টায় নিরাপদ আশ্রয়ে অন্যত্র পাঠানো হয়েছে। সুরমা, বরাক, লোভা তিন নদীর পানি বেড়েছে বিদ্যুৎ গতিতে। গবাদিপশু নিয়ে গনমানুষ দিশেহারা। উচু সড়কে, দুর দুরান্তের আত্মীয়দের বাড়িতে ছুটোছুটি করছেন তারা।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের প্রধান জনাব আরিফ জানান আরো ৪৮ ঘন্টা পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। মুলত রেমালের ঘূর্ণি, মেঘালয়ে বাধাপ্রাপ্ত হয়ে প্রবল বৃষ্টিপাতে রূপান্তরিত হয়েছে বলে অভিমত প্রকাশ করেন। জায়গায় জায়গায় ডাইক ভেঙে স্রোতের পানি প্রবেশ করছে। পুকুর ডুবে সকল মাছ বেরিয়ে গেছে।