কোন পণ্যের দাম বাড়লে দোষ হয় বা আঙ্গুল ওঠে বাণিজ্য মন্ত্রণালয়ের। কিন্তু দাম নির্ধারণ এই মন্ত্রণালয়ের কাজ না। পণ্যের সরবার ঠিক রাখতে পণ্যের সাপ্লাই চেইন ঠিক রাখতে হবে।
*ভোক্তারা ন্যায্য মূল্যে কিনতে পারে সেটিও দেখতে হবে তেমনি কৃষকেরও ন্যায্যমূল্য পেতে হবে।
*আগামী বছর আলুর উৎপাদন এবছরের চেয়ে এক টন হলেও বেশি হবে।
* ১৭ কোটি মানুষের দেশে জমির পরিমাণ পর্যাপ্ত নেই। উৎপাদনের ২৩ শতাংশ লস হয় প্রতিবছর সরু চাল করায়।
* ধান জাতভিত্তিক বাজারজাত করা হলে শৃঙ্খলা ফিরে আসবে।