“ঘূর্ণিঝড় “রেমাল” এর প্রভাবে বিদ্যুৎ বিতরণ পুনঃসংযোগ বিষয়ক গৃহীত কার্যক্রম” পল্লী বিদ্যুতায়ন বোর্ড ৯৩% ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ৮৭% গ্রাহক-কে বিদ্যুৎ পূনঃসংযোগ প্রদান ঢাকাঃ ২৯.০৫.২০২৪ ঘূর্ণিঝড় “রেমাল এর প্রভাবে প্রায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগলিক এলাকায় ঘূর্ণিঝড় পরবর্তী পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)’র বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রাহক সংখ্যা ৩,০৩,০৯,৭০২ (তিন কোটি তিন লক্ষ নয় হাজার সাতশত দুই) ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)’র বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রাহক ৪,৫৩,০৮১ (চার লক্ষ তিপ্পান্ন হাজার একাশি) জন।
আজ সন্ধ্যা ৬ টা পর্যন্ত আরইবি ২ কোটি ৮২ লক্ষ (৯৩%) গ্রাহক-কে পূনঃসংযোগ প্রদান করেছে এবং ওজোপাডিকো ৩৯৫,৫৩১ ( তিন লক্ষ পচানব্বই হাজার পাচশত একত্রিশ) (৮৭%) জন গ্রাহক-কে ইতিমধ্যে পূনঃসংযোগ প্রদান করেছে। ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাবে আরইবি’র বিতরণ ব্যবস্থার পুনঃস্থাপন সংক্রান্ত হালনাগাদ তথ্যঃ বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রাহক সংখ্যা ৩,০৩,০৯,৭০২ (তিন কোটি তিন লক্ষ নয় হাজার সাতশত দুই) রিকভারির পরিমান- ২,৮২,০০০০০ (দুই কোটি বিরাশি লক্ষ ) রিকভারি অবশিষ্ট- ২১,০৯,৭০২ (একুশ লক্ষ নয় হাজার সাতশত দুই), ৩৩ কেভি ফিডার- ক্ষতি-৭৬৬ রিকভারী-৭৬০ রিকভারী অবশিষ্ট- ০৬টি, ৩৩/১১ কেভি উপকেন্দ্র ক্ষতি ১১০৫ রিকভারী- ১০৯৫ রিকভারী অবশিষ্ট- ১০টি, ১১ কেভি ফিডার- ক্ষতি ৬২৩৫ রিকভারী- ৬০৬৪ রিকভারী অবশিষ্ট- ১৭১, বৈদ্যুতিক খুটি- ক্ষতি ৩৮৩৩ রিকভারী- ৩৫৬৩ রিকভারী অবশিষ্ট- ২৭০টি, বিতরণ ট্রান্সফরমার ক্ষতি- ২৮১৮ রিকভারী- ২৪৫৩ রিকভারী অবশিষ্ট- ৩৬৫, তার ছেড়া স্প্যান (কিঃমিঃ)- ৩০৫৬ রিকভারী- ২৫৬৩ রিকভারী অবশিষ্ট- ৪৯৩কিঃমিঃ, ইন্সুলেটর ক্ষতি -২৪২৫৮ রিকভারী- ২৩৮১৫ রিকভারী অবশিষ্ট- ৪৪৩, মিটার ক্ষতি ৫৯৩৯৯ রিকভারী- ৫২০৯৯ রিকভারী অবশিষ্ট- ৭৩০০টি।
প্রাথমিক তথ্যানুসারে ১০৩.৩৩ কোটি (একশত তিন কোটি তেত্রিশ লক্ষ) টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। আজ রাত ১১:০০ টা নাগাদ ৯৫% গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। সমিতির দূর্যোগে আলোর গেরিলা ও আরইবি’র কারিগরী টিমসহ ঠিকাদারগণের পর্যাপ্ত সংখ্যক জনবলসহ বর্তমানে প্রায় ২৫ হাজার জনবল মাঠ পর্যায়ে কর্মরত আছেন। ।
বাকী গ্রাহকদের সার্ভিস ড্রপ ও মিটার বাড়ী বাড়ী গিয়ে কাজ করতে হবে বিধায় পরবর্তীতে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)’র মোট গ্রাহক সংখ্যা-১৫,৪৮,১৫৪ (পনের লক্ষ চুয়ান্ন হাজার একশ চুয়ান্ন), বর্তমান বিদ্যুতায়িত গ্রাহক সংখ্যা- ১৪,৯০,৬০৪ (চৌদ্দ লক্ষ নব্বই হাজার ছয়শত চার), ঝড়ের কারনে বর্তমান বিদ্যুৎ বিহীন গ্রাহকের সংখ্যা – ৫৭,৫৫০ (সাতান্ন হাজার পাঁচশত পঞ্চাশ)।
ক্ষতিগ্রস্থ বৈদ্যুতিক লাইনের অবশিষ্টাংশের মেরামত কাজ চলমান আছে। বিদ্যুৎ বিভাগের নির্দেশে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করার জন্য কাজ চলমান রয়েছে। আশা করা যাচ্ছে অতিসত্বর সম্পূর্ণ লাইন চালু হবে। মীর মোহাম্মদ আসলাম উদ্দিন উপপ্রধান তথ্য অফিসার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়