লন্ডনে থাকা সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারকে অনুরোধ জানানো হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশে ফিরিয়ে তার সাজা কার্যকর করা হবে।
রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত চেয়ারম্যান ও কাউন্সিলররা। এ সময়, স্থানীয় কিছু নেতারাও উপস্থিত হয়েছিলেন গণভবনে। নবনির্বাচিত জনপ্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন, ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি তারেক রহমানকে ফিরিয়ে সাজা কার্যকর করাই এখন অন্যতম কাজ। যুক্তরাজ্য থেকে ফিরিয়ে এনে তাকে আইনের মুখোমুখি করা হবে।