মির্জা আব্বাস : সরকার তারেক জিয়া ও খালেদা জিয়ার কোন অস্তিত্ব রাখতে চায় না। জনগণকে সচেতন না হলে তাদের অস্তিত্বও থাকবে না। জনগণকে সচেতন হতে হবে। যেনে শুনে খালেদা জিয়াকে হত্যা করা হচ্ছে। খালেদা জিয়ার সাথে এমন আচরণের জবাব সময় আসলে দেয়া হবে।

নজরুল ইসলাম খান : অত্যাচারি সরকারের প্রতিহিংসার শিকার খালেদা জিয়া। খালেদা জিয়া দেশের মানুষের আকাংঙ্খা পুরন করতে পেরেছেন। খালেদা জিয়ার অর্জন এখনো সবাই ভোগ করছে। আসিফ নজরুলের কথার প্রেক্ষিতে তিনি বলেন, আমরা সুসংগঠিত হওয়ার চেষ্টা করছি।

শামসুজ্জামান দুদু : এ সরকার লুটপাট করছে, গনতন্ত্র হরন করেছে, ফাসিবাদ প্রতিষ্ঠা করেছে।

আসিফ নজরুল: বিএনপির মধ্যে এখনো সুবিধাবাদী নেতা রয়েছে যার কারনে দলটি সুসংগঠিত হতে পারছে না।