শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ঈদুল আযহার পরে হাইস্কুল, কলেজ শনিবারে বন্ধ রাখা হতে পারে। বলেন শিখন ঘাটতি কমাতে শনিবারে একাডেমিক কার্যক্রম চালু করার বিষয়টি সাময়িক সিদ্ধান্ত।
বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন শিক্ষামন্ত্রী তিনি বলেন, ২০২৬ সালে এসএসসি পরীক্ষা এখনকার নিয়মে চলবে না। বলেন সেটা নিয়ে বিশেষজ্ঞ কমিটির মতামত আসলে চূড়ান্ত করা হবে।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের কর্মসংস্থান বাজারের সাথে উপযোগী করে গড়ে তোলার দায়িত্ব নিতে হবে অ্যালামনাইদের। বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছে লাইব্রেরিতে শুধু চাকরির পড়া পড়ছেন শিক্ষার্থীরা। তিনি বলেন চাকরির পড়ার পাশাপাশি অন্য বই পড়ায় উদ্বুদ্ধ করতে অ্যালামনাইদের দায়িত্ব নিতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন পড়ালেখাটা যেন চাকরির বাজারের সাথে সংযোগ থাকে সে বিষয়টি খেয়াল রাখতে হবে। : মহিবুল হাসান চৌধুরী, শিক্ষামন্ত্রী