পররাষ্ট্রমন্ত্রী:

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিন রাস্ট্র প্রতিষ্টা জরুরী। জঙ্গিবাদ, সন্ত্রাসের মূলে আছে এই সংকট। নেতানিয়াহু এখন মানবতার শত্রুতে পরিণত। বিশ্বশক্তি এগিয়ে আসবে আশা। বিএনপি জামায়াত ফিলিস্তিনের পক্ষে একটি শব্দও উচ্চারণ করে নাই, কেউ কেউ অসন্তুষ্ট হবে ভেবে। খালি সরকার নামানোর জন্য ফখরুল সাহেব সকালে এককথা, বিকালে এককথা বলেন। জামায়াত নাকি ধর্মের রাজনীতি করে। তারা আজ ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে। নেতানিয়াহুর দোসরে রুপান্তরিত হয়েছে। সরকার ও আওয়ামী লীগ ফিলিস্তিনের পক্ষে সোচ্চার। আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণাকে পূর্ন সমর্থন করে বাংলাদেশ।

ধর্মমন্ত্রী:

বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে। ফিলিস্তিন রাষ্ট্র দখলের বিপক্ষে। দেশটিকে অব্যাহত সমর্থন ব্যক্ত করে আসছে বাংলাদেশ। যে কারণে ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। যেসব রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি ইসরায়েল তাদের অন্যতম। পরে স্বীকৃতি দিতে চাইলেও তা প্রত্যাখ্যান করে বাংলাদেশ। ফিলিস্তিনের সাথে বাংলাদেশের ভ্রাতৃত্ববোধ শুধু ধর্মের কারণে নয়, মুক্তিযুদ্ধে সহমর্মিতার কারণেও। গাজাবাসীর ওপর হামলার নিন্দা জানিয়ে মাহমুদ আব্বাসকে চিঠি দিয়েছেন শেখ হাসিনা। আমাদের অবস্থান সবসময় শোষিতের পক্ষে, যার পথ দেখিয়ে গেছেন বঙ্গবন্ধু। আন্তর্জাতিক আইন অমান্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। সভ্যতার বালাই তাদের মধ্যে নেই। সকলে এক হয়ে কাজ করবে প্রত্যাশা। আগ্রাসী চিন্তা প্রত্যাহার করুন। কাণ্ডজ্ঞানহীন আচরন বন্ধ করুন। ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পাক। সবাইকে একসাথে কাজ করার আহ্বান।