সাবেক আইজিপি র অপরাধ প্রমান হলে সরকার কোনও প্রটেকশন দেবে না সে যেই হোক। বিশ্বজিৎ ও আবরার হত্যার বিচার যার উদাহরণ।  শেখ হাসিনা এ বিষয়ে জিরো টলারেন্স। বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মানু মজুমদারের মরদেহে থেকে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন শেষে সংবাদিকদের একথা বলেন তিনি। এসময় তিনি বলেন, বিএনপি ক্ষমতা না পেয়ে দিশেহারা পথিকের মতো উল্টো পালটা বক্তব্য দিচ্ছে। ক্ষমতা কমে আসায় বিএনপির মুখের বিষ উগ্র হয়ে উঠেছে।  তাদের নেতারা প্রতিনিয়ত বাজে কথা বলছে। এজন্য তাদের কোনও নেতার গলা টিপে দেয়া হয়নি। মির্জা ফখরুলের মানসিক ট্রমা যে অবস্থা, তিনি বিভিন্ন কথা বলেন। নির্বাচন ঠেকাতে পারিননি। বন্ধুরাও সমর্থন দিচ্ছে না। বিদেশি বন্ধুরা ক্ষমতায় বসাবে সেই স্বপন দেখেন তারা । ওবায়দুল কাদের।