বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই জমজমাট প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা কারী তিন প্রার্থী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি-উল কবির জোমাদ্দার (ঘোড়া), আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু (আনারস) ও বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক (মোটর সাইকেল) প্রতিক নিয়ে সভা সমাবেশে ব্যস্ত সময় পাড় করছেন। মঙ্গলবার রাতে তিন প্রার্থী তাদের কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে উপজেলা শহরে মিছিল শেষে সমাবেশ করেছেন।জানাগেছে,তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৫ মার্চ । এ নির্বাচনকে সামনে রেখে তালতলীর রাজনৈতিক মাঠ সরগরম হয়ে উঠেছে।আওয়ামীলী ঘরানার দুই প্রার্থী সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। এরা পরস্পর ভাই হলেও কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। সভা সমাবেশে একজন আরেক জনের বিরুদ্ধে কুৎসা রটনা করছেন। তিন প্রার্থীর মধ্যে বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান দুজনের উন্নয়নমুলক কার্যক্রমকে এলাকাবাসী গুরুত্ব দিবেন।অপর দিকে উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তাক দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচন করছেন। ইতিমধ্যে তাকে কেন্দ্রিয় বিএনপি কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। আনারস প্রতিক প্রার্থী সাবেক উপজেলা যুবলীগ সভাপতি মনিরুজ্জামান মিন্টু বলেন,সভা সমাবেশের মাধ্যমে মানুষের কাছে ভোট প্রার্থনা করছি। আশা করি মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবো।ঘোড়া প্রতিক প্রার্থী উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি-উল কবির বলেন,গত পাঁচ বছরের উন্নয়ন কর্মকান্ড মুল্যালণ করে ভোটাররা আমাকে ভোট দিবেন।
Related Posts
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:২৭
- ১২:১০
- ৩:৫৩
- ৫:৩৩
- ৬:৫১
- ৬:৪৩