ব্যাংক একীভূতকরণ দূর দৃষ্টি সম্পন্ন কোন পদক্ষেপ হয় নি। এমনটি মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সিপিডি জানিয়েছে গত এক দশকে খেলাপি ঋণ তিনগুণের বেশি বেড়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংক অনেকটা সমবায় সমিতিতে পরিনত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ব্যাংকিং খাত কোন দিকে যাচ্ছে তা নিয়ে বাংলাদেশের উন্নয়নের স্বাধীন পর্যালোচনা অনুষ্ঠানে ব্যাংকিংখাতের এসব বিষয় উঠে আসে। ব্যাংকিং খাতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের স্বাধীন ভাবে কাজ করতে না পারা, রাজনৈতিক প্রভাব, ব্যাংকে সুশাসনের অভাব, খেলাপি ঋণ মামলাগুলো দীর্ঘদিন ধরে আটকে থাকাসহ বেশ কিছু কারণ খেলাপি ঋণ বাড়িয়েছে বলে মনে করে সিপিডি ।
পাবলিক এ্যাসেটম্যানেজমেন্ট কোম্পানি মাধ্যমে এসব খেলাপি ঋণ আদায় করা যাবে না। খেলাপি ঋণ আদায়ে সরকারি অর্থ ব্যয় করে পাবলিক ম্যানেজমেন্ট কোম্পানি গঠন নয় বরং দেশি বিদেশি বেসরকারি এ্যাসেটম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলোকে এই সুযোগ দিতে হবে বলেও মনে করে গবেষণা সংস্থাটি।
এদিকে বাংলাদেশ ব্যাংকের অনবরত সিদ্ধান্ত পরিবর্তনের সমালোচনা করে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, দুষ্টের পালন এবং শিষ্টের দমন করছে বাংলাদেশ ব্যাংক। সিপিডি ড. সালেহউদ্দিন আহমেদ, সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক।