গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু পরাজয় বরণ করলেন ছাত্র লীগ নেতা নাছির মোড়লের কাছে।। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গত ২১ মে অনুষ্ঠিতব্য শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু ও জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক নাছির মোড়লসহ ৯ জন প্রার্থী।এতে ৬৪ হাজার ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয় ছাত্র লীগ নেতা নাছির মোড়ল।একই পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু ৭ হাজার ৩ শত ২৫ ভোট পেয়ে ৫ম স্থান অধিকার করে পরাজয় বরণ করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতির এ পরাজয়ে উপজেলা আওয়ামী পরিবারে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।