রাজধানীর শেরে-বাংলা নগর থানায় অপহরণ মামলা করেছে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তবে মামলায় কাউকে আসামী করা হয়নি।

এর আগে বিকেল সোয়া পাঁচটায় শেরে বাংলা থানায় যান আনোয়ারুল আজিমের মেয়েরা। রাত আটটার কিছু আগে থানা বের হয়ে মামলার কথা জানান ডরিন। এর আগে দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান তিনি। তখন, বাবা হত্যার বিচার দাবি করেন। বাবাকে  কারা হত্যা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্তের দাবি তাদের। টানা নয়দিন নিখোঁজ থাকার পর বুধবার ভারতের পশ্চিমবঙ্গের সঞ্জিভা গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহের কিছু অংশ উদ্ধারের খবর আসে। এদিন রাজ্যের বিধান নগরের নিউটাউন এলাকায় সঞ্জিভা গার্ডেন থেকে নিউটাউনের টেকনোসিটি থানার পুলিশ দেহাংশগুলো উদ্ধার করে।