বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তাঁর পরিবারের সদস্যদের মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে জেনারেল আজিজ আহমেদকে দুর্নীতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ করা হয়। বলা হয়, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এর বৈদেশিক বিষয়াদির ৭ হাজার ৩১ -সি ধারা অনুযায়ী জেনারেল আজিজকে দুর্নীতি পরায়ন ঘোষণা করা হল। বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে শক্তিশালী করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। বিবৃতিটি স্টেট ডিপার্টমেন্ট এর মুখপাত্রের কার্যালয় থেকে দেয়া হয়।