নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রিকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

টাংগাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়ন পরিষদে সোমবার দুপুরে অনুষ্ঠিত হয় ব্র্যাক প্রত্যাশা প্রকল্প-২ এর নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রিকরণ শীর্ষক ইউনিয়ন কর্মশালা।

শরাফত আলী মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহি উদ্দিন চেয়ারম্যান। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে মহিষমারা ইউনিয়নের সচিব, ফোরামের ইনফরমেশন ও মিডিয়া সাধারণ সম্পাদক তানভীর তছির সহ ইউপি সদস্য -সদস্যাগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে জানান-ব্র্যাক ও ইউরোপীয় ইউনিয়নের এ আর্থিক সহায়তা সত্যি প্রশংসার দাবিদার। প্রবাস ফেরত ক্ষতিগ্রস্থরা এতে উপকৃত হবে। ব্র্যাক ১৯৭১ সাল থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে আসছে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সাইফুল ইসলাম। সভাপতির সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।