মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি ক্ষমতায় যেতে চায় না, বিএনপি চায় দেশে সুষ্ঠু অবাধ নির্বাচন। আওয়ামী লীগ ১৫/১৬ বছরে এতো অপকর্ম করেছে যে দেশে তন্ন তন্ন করে সমর্থক খুঁজে পাবে না।
জাতীয় নির্বাচনের পর আবারও উপজেলা নির্বাচন করছে নিজেদের মতো করে। এই নির্বাচনে মানুষ অংশ নিচ্ছে না, ভোট দিচ্ছে না। মানুষ বুঝে গেছে ভোটে যেয়ে কোনো লাভ হবে না। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য চূড়ান্ত বিজয়ের জন্য জনগণকে সাথে নিয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামা ছাড়া বিকল্প নেই।
সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ওপর দুর্নীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করার অভিযোগে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। বিএনপি বারবার বলে এসেছে, সরকার বিভিন্ন বাহিনী, বিচারবিভাগকে, প্রশাসনকে ব্যবহার করে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে। আওয়ামী লীগ সভাপতি বলছেন, তাদের অপরাধ কোথায় ? সরকারের প্রথম অপরাধ দেশের স্বাধীনতার চেতনা ধ্বংস করা, বাংলাদেশের আত্মাকে ধ্বংস করে দিয়েছে। হার মানা যাবে না, বুকে আরও বল নিয়ে আসতে হবে। দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, কোথায় তরুণ যুবকেরা ? আমার নিজের ঘর নিজে না সামলাতে না পারলে অন্য কেউ এসে সামলিয়ে দেবে না। নিজেদের ঘর নিজেদেরই সামলা ।
জেনারেল আজিজের নিষেধাজ্ঞা আরেকটা বিভ্রান্ত করা প্রক্রিয়া । এর আগেও র্যাবের ওপর নিষেধাজ্ঞা এলেও কোনো লাভ হয়নি। তাই নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, নিজেদের শক্তিতে সরকারকে পরাজিত করতে হবে। বিএনপি সরকারকে উৎখাত করতে চায় না, বিএনপি নির্বাচন চায়, সে নির্বাচনের মাধ্যমে সরকারকে সরাতে হবে। আসুন না চাইলে কেউ কিছু দিবে না, আন্দোলনকে আরও তীব্র থেকে তীব্রতর করা হবে। সব দলের সাথে কাজ চলছে। অদূর ভবিষ্যতে আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করা হবে।