শান্তিপূর্ণ, ন্যায়পরায়ণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য সন্ত্রাসবাদের সকল রূপে ‘শূন্য সহনশীলতা’ বা জিরো টলারেন্স বিষয়ে কাজ করবে বাংলাদেশ। দক্ষিন এশীয় দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে বাংলাদেশ সন্ত্রাসবাদ মোকাবলায় বিশেষ সক্ষমতা অর্জন করায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, সহিংস ও চরমপন্থা প্রতিরোধে এই অর্জন কাজে দেবে।

দুপুরে মন্ত্রনালয়ে গ্লোবাল কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স ফান্ড এর সহযোগিতায় বাংলাদেশে সহিংস চরমপন্থা প্রতিরোধ: স্নাতক এবং স্থায়িত্ব’ শীর্ষক এই সেমিনারে এমনটাই জানান তিনি। সচিব বলেন, সহিংস ও চরমপন্থীদের ক্ষতিকর বার্তা প্রতিরোধে এই কার্যক্রম বেশ উপযোগি হবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজব প্রতিরোধেও কাজ করবে বাংলাদেশ। এসময় গ্লোবাল কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স ফান্ড এর নির্বাহী পরিচালক ড. খালিদ কোসার বলেন বাংলাদেশের মত দেশে সন্ত্রাসবাদ মোকাবেলায় কাজ করতে পেরে ভালো লাগছে। দক্ষিন এশিয়ায় মধ্যকার দেশগুলোর মধ্যে গত কয়েক বছরে বাংলাদেশের কার্যক্রম চোখে পরার মত। তবে বাংলাদেশে বাস্তবায়িত পরিকল্পনা GCERF-এর কাজকে অগ্রসর করতে সাহায্য করবে। এখন সারা বিশ্বের ২৩টি দেশে GCERF তার কাজ সম্প্রসারিত করতে সক্ষম হয়েছে। – ড. খালিদ কোসার, নির্বাহী পরিচালক, GCERF