রাজধানীর সবুজবাগ মায়াকানন এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ১০ তলা ভবনের ৮ তলা থেকে মাচাং ভেঙে পড়ে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে ২ জনকে হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করে। অন্য জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু ঘটে।নিহত একজনের নাম অন্তর, গ্রামের বাড়ী ময়মনসিংহ মুক্তাগাছা।