ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এর ক্লিনিক্যাল রিসার্চ টীম ‘সেরা ক্লিনিক্যাল রিসার্চ টীম’ হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিতব্য বিশ্বের সর্ববৃহৎ কার্ডিওলজি কনফারেন্স Euro PCR এ CERC আনুষ্ঠানিকভাবে এই টীমের প্রধান অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিক এর হাতে গত ১৫ মে ২০২৪ ইং এ এই সম্মাননা প্রদান করে। বিশ্বের আরও কয়েকটি দেশের সাথে এশিয়া মহাদেশের মধ্যে শুধুমাত্র বাংলাদেশই এই সম্মাননা পেয়েছেন।